আমাদের সম্পর্কে

সবুজ খাতা

পরিবেশ ইশকুল

কমিউনিটি বাগান

গ্রীন ডেস্ক

প্রকৃতির ছবি আ

পরিবেশ ইশকুল

কমিউনিটি বাগান

অনুজীব ফসলী মাটি

আমাদের সম্পর্কে

একটি অংশগ্রহণমূলক, পরিবেশবান্ধব সেবা ও উৎপাদনমুখী স্বেচ্ছাসেবী সামাজিক প্রতিষ্ঠান। অংশগ্রহন, অংশিদারিত্ব ও প্রতিনিধীত্ব সৃষ্টি করে সক্রিয় স্বেচ্ছাসেবকত্বের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে চেষ্টা করাই মূল লক্ষ্য ।মূল জনগোষ্ঠীর নিজস্ব ভাষা, ভাব, যোগাযোগ আত্তিকরণ ও চর্চার মাধ্যমে প্রাণ-প্রকৃতি সহায়ক এক সহজ সরল জীবনের আগ্রহ সৃষ্টির জন্যই অংশগ্রহন, অংশিদারিত্ব ও প্রতিনিধীত্ব নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখার প্রত্যয়ে কাজ করছে । তরুণদেরকে তাদের সম্ভাব্য উপলব্ধি এবং তাদের সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে উৎসাহিত করা, সমাজের সকল সদস্যদের মৌলিক অধিকার নিশ্চিত করে সহজ এবং কার্যকর শিক্ষার সুযোগ নিশ্চিত করা।

জলবাযু পরির্ব্তনের প্রভাব মোকাবেলায় স্থায়ী ও জরুরী প্রতিক্রিয়ার অংশ হিসেবে সমাজের পিছিয়ে পড়া, বিশেষ চাহিদা সম্পন্ন ও বিপদজনক মানুষকে একটি পরিবর্তিত জলবায়ুর সাথে মানিয়ে নিতে সাহায্য করা।হাজার বছর ধরে বংশ পরম্পরায় চর্চা ও অর্জিত জ্ঞান কর্ম্ আত্তিকরণ ও যোগ করার মাধ্যমে সব প্রাণের মঙ্গল কমনা এই চর্চার মূলভাব।
দরিদ্র জনগোষ্ঠীর স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ইতিবাচক উন্নয়নের জন্য জামালপুর, শেরপুর এবং ঢাকা জেলার শিশু,কিশোর ও তরুনদের সম্পৃক্ত করে শিক্ষা ও বিনোদনের নানাবিধ কার্যক্রমের মাধ্যমে পরিবেশ,নিরাপদ খাদ্য,পুষ্টি ও নিরাপদকৃষি উন্নয়নে অবদান রাখছে।বিভিন্ন স্কুল, কলেজ, ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সচেতন নিবেদিত শিক্ষক ও ছাত্র – ছাত্রীরাই এই সংগঠনের মূল চালিকা শক্তি।

প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন

মেহেদী হাসান স্মরণ

একটি প্র্যাস বাংলাদেশ আন্দোলন

আমরা সবুজ বাচাই – সবুজ যত্ন করি

শিশু স্বর্গ

আমাদের দক্ষতা: সাংগঠনিক শক্তি:

আমাদের দক্ষতা:
প্রতিবেশ,নিরাপদ খাদ্য, শিল্পসংস্কৃতি,স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়ন।অধিকার নিশ্চিত করা, সামাজিক ন্যায়বিচার এবং সুশাসন অনুশীলন। অংশগ্রহণমূলক উন্নয়ন পদ্ধতির মাধ্যমে জীবিকা সুরক্ষা নিশ্চিত করা। মানব সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা মূল কৌশল।

সাংগঠনিক শক্তি:
সামাজিক মালিকানা’ ভিত্তিক ‘যৌথ প্রয়াস’ ও ‘টেকসই সামাজিক সম্পর্ক’ সেই সাথে সামাজিক মিথস্ক্রিয়ার
মাধ্যমে কমিউনিটির সম্পৃক্তাই সংস্থার সাংগঠনিক শক্তির মূলভিত্তি।

ক্ষুধামুক্ত সমাজ গঠন ও উন্নয়ন কর্মকান্ডে জনগণের অংশীদারিত্ব নিশ্চিতকরণ।
পারিবারিক আয় বৃদ্ধিও মাধ্যমে আত্মনির্ভরশীল পরিবার গঠন।
দৃষ্টিভঙ্গির পরিবর্তন: দান-অনুদান নির্ভর কার্যক্রম ও পরমুখাপেক্ষী মনোভাব থেকে  বের হয়ে আসা এবং আত্মনির্ভরশীলতা মনোভাব গঠন।
সক্ষমতা বৃদ্ধি: কার্যকর ভূমিকা পালনের মাধ্যমে যেন নিজেদের ভাগ্য নিজেরাই গড়তে পারেন  সেজন্য টাগর্টে গ্রূপের সক্ষমতা বৃদ্ধিকরণ।
 সংঘ শক্তিকে কাজে লাগানো: একত্রিত হয়ে যৌথ শক্তি ও সম্ভাবনাকে কাজে লাগানো  এবং নেতৃত্বের বিকাশ সাধন। টেকসই উন্নয়ন: দীর্ঘমেয়াদী ও সমণি¦ত পরিকল্পনা এবং অংশগ্রহনমূলক কর্মসূচীর  মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
অধিকার নিশ্চিত করা, সামাজিক ন্যায়বিচার এবং সুশাসন অনুশীলন। অংশগ্রহণমূলক উন্নয়ন পদ্ধতির মাধ্যমে জীবিকা সুরক্ষা নিশ্চিত করা। মানব সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা মূল কৌশল।

গ্রীন ব্যালেন্স

www.greenbalance.com.bd

প্রকৃতি ও প্রাণের সুরক্ষা